বঙ্গবন্ধু বিপিএল মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাট করছে ফরচুন বরিশাল
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০২:১৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
 - / ১৫৬৮ বার পড়া হয়েছে
 
বঙ্গবন্ধু বিপিএল মিনিস্টার গ্রুপ ঢাকার বিপক্ষে টস হেরে ব্যাট করছে ফরচুন বরিশাল। শেষ খবর পাওয়া পর্যন্ত বরিশালের সংগ্রহ ৭ উইকেটে ১০৩ রান। খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স খেলবে বিকেল সাড়ে ৫টায়।
ফরচুন বরিশালে ৪টি আর মিনিস্টার গ্রুপ ঢাকায় আনা হয়েছে একটি পরিবর্তন। বিদেশি খেলোয়াড়ের তালিকায় বরিশাল দলে জ্যাক লিনটট এর পরিবর্তে একাদশে এসেছেন ক্রিস গেইল। এছাড়াও বরিশালের একাদশে দেশী ক্রিকেটারদের মাঝেও এসেছে তিনটি পরিবর্তন। তাইজুল ইসলাম, নুরুল হাসান ও শফিকুল ইসলাম একাদশে প্রবেশ করলেও বাদ পড়েছেন ইরফান শুক্কুর, সালমান হোসেন ও নাইম হাসান। ইবাদত হোসেনকে বাদ দিয়ে মিনিস্টার গ্রুপ ঢাকা দলে নেওয়া হয়েছে হাসান মুরাদকে।
																			
																		














