বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের প্রথম স্বর্ণ জিতলো নারী ক্রিকেটারদের বাংলাদেশ নীল দল
- আপডেট সময় : ০৬:৪২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের প্রথম স্বর্ণ জিতলো নারী ক্রিকেটারদের বাংলাদেশ নীল দল। ফাইনালে সবুজ দলকে ৮ উইকেটে হারিয়েছে সালমা খাতুন-জাহানারা আলমরা।
সবুজ দলের দেয়া ৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয় পায় নীল দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৩৬ ওভারে ৭২ রানে অলআউট হয় সবুজ দল। সর্বোচ্চ ১৮ করেন ঋতু মনি। রুমানা আহমেদ ১৪ এবং সানজিদা ইসলাম করেন ১২ রান। তিনটি করে উইকেট নিয়েছেন জাহানারা ও মুমতাহেনা। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেট হাতে রেখে ১৮ ওভার দুই বলে জয় নিশ্চিত করে নীল দল। ম্যাচসেরা শামীমা সুলতানা করেন ৩১ রান। ২৮ রানে অপরাজিত ছিলেন ফারজানা হক। এর মধ্য দিয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে প্রথম কোনো ইভেন্টের স্বর্ণ নিষ্পত্তি হলো। ক্রিকেট ডিসিপ্লিনে দুই ইভেন্টের মধ্যে বাকি রইল পুরুষদের পদকের লড়াই। গেমসে মোট ডিসিপ্লিন ৩১টি। আনুষ্ঠানিক উদ্বোধন ১ এপ্রিল।










