বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন বাংলাদেশ আনসার মাবিয়া আক্তার সীমান্ত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৫:৫৫ অপরাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / ১৫৮৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে রেকর্ড গড়ে স্বর্ণ জিতলেন বাংলাদেশ আনসার মাবিয়া আক্তার সীমান্ত। ভারোত্তলনে নারী বিভাগের ৬৪ কজি ওজন শ্রেনীতে ১৮১ কেজি ওজন তুলেছেন এস এ গেমসে ডাবল স্বর্ণ জয়ী এ অ্যাথলেট।
স্ন্যাচে ৮০ কেজি আর ক্লিন অ্যান্ড জার্কে ১০১ কেজি উঠিয়ে দু ক্যাটাগরিতেই জাতীয় রেকর্ড গড়েছেন মাবিয়া আক্তার সীমান্ত। ২০১৮ আন্ত:বাহিনী অ্যাথলেটিক্সে ১০৩ কেজি উঠিয়ে ছিলেন আনসারের আইকন অ্যাথলেট। এবার সেটাকে ছাড়িয়ে গেলেন মাবিয়া আক্তার। মাবিয়ার চেয়ে প্রায় পঞ্চাশ কেজি কম তোলে এই ইভেন্টে রৌপ্য জিতেছেন মিলা আক্তার। আর ১১৬ কেজি ওজন তোলে তৃতীয় অবস্থানে থেকে আসর শেষ করেছেন লাবনী আক্তার।















