বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে নিজেদের শেষ ম্যাচেও হারলো রাজশাহী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ ডিসেম্বর ২০২০
- / ১৫৭৩ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচেও হারলো রাজশাহী। চট্টগ্রামের কাছে ৩৬ রানে হেরেছে নাজমুল শান্তর দল। ১৭৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৩৯ রানে থামে রাজশাহী।
টস হেরে ব্যাট করতে নামে চট্টগ্রাম। উদ্বোধনী জুটিতে ১২২ রান করেন সৌম্য সরকার ও লিটন দাস। আনিসুল ইসলামের শিকার হয়ে সৌম্য ফেরেন ৬৩ রানে। আর লিটনের উইলো থেকে আসে ৫৫ রান। শেষদিকে শামসুর রহমানের ৩০ রানের অপরাজিত ক্যামিওতে ৪ উইকেটে ১৭৫ রানের স্কোর গড়ে চট্টগ্রাম। জবাবে নিয়মিত উইকেট হারিয়ে ৮ উইকেটে ১৩৯ রানে থামে রাজশাহী। তিন উইকেট নাহিদুল ইসলামের। এখন লিগ পর্বের শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে বরিশালের হারই কেবল রাজশাহীকে নিতে পারে প্লে অফে।



















