বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে দাপুটে জয় পেয়েছে ফরচুন বরিশাল
- আপডেট সময় : ০৮:২১:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে দাপুটে জয় পেয়েছে ফরচুন বরিশাল। রেকর্ড গড়ার ম্যাচে মিনিস্টার গ্রুপ রাজশাহীকে ৮ উইকেটে হারিয়েছে তামিমের দল। রাজশাহীর দেয়া ২২১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে পারভেজ ইমনের ৪২ বলের ঝড়ো সেঞ্চুরিতে ১১ বল হাতে রেখে জয় পায় বরিশাল।
রান তাড়ায় দলীয় ৪৪ রানে সাইফ হাসানের উইকেট হারালেও, পুরো ম্যাচে বরিশাল কখনই ব্যাকফুটে ছিলো না। দ্বিতীয় উইকেটে অধিনায়ক তামিম ইকবাল ও পারভেজ ইমন জয়ের পথে রাখেন দলকে। ব্যক্তিগত ৫৩-তে তামিম ফিরলেও, ১০০ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন ইমন। সঙ্গে আফিফ অপরাজিত ছিলেন ২৬ রানে। এর আগে টস হেরে ব্যাট করতে অধিনায়ক নাজমুল শান্ত’র সেঞ্চুরিতে ৭ উইকেটে ২২০ রানের পাহাড় গড়ে রাজশাহী। ৫৫ বলে ১০৯ রানে ফিরেন শান্ত। এছাড়া আনিসুল ইমনের ব্যাট থেকে আসে ৬৯ রান। শেষের দিকে হ্যাট্রিকসহ ৪ উইকেট নিয়েছেন কামরুল ইসলাম রাব্বি। এ জয়ে শেষ চারের সম্ভাবনা বাঁচিয়ে রাখলো বরিশাল।



















