বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনালে এখন লড়ছে চট্টগ্রাম ও খুলনা
- আপডেট সময় : ০৮:০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৭০ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনালে এখন লড়ছে চট্টগ্রাম ও খুলনা। মিরপুরে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে খুলনার দেয়া ১৫৬ রানের টার্গেটে ব্যাট করছে মিথুনের দল। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ ৩ উইকেটে ৯৫ রান।
লক্ষ্য তাড়ায় দলকে ভালো শুরু এনে দিতে পারেননি সৌম্য সরকার। ব্যক্তিগত ১২ রান ফিরেছেন চট্টগ্রাম ওপেনার। মিথুনও ব্যর্থ। আউট হন মাত্র ৭ রানে। এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৫ রান তোলে খুলনা। ইনিংসের প্রথম বলেই জহুরুলের উইকেট হারায় মাহমুদউল্লাহ’ দল। দ্বিতীয় উইকেটে নামা ইমরুল কায়েসও এদিন ব্যর্থ। মাত্র ৮ রানে নাহিদের দ্বিতীয় শিকারে পরিণত হন। মাঝে জাকির হাসান ২৫ এবং আরিফুল ২১ রানে ফিরলে বিপর্যয়ে পড়ে খুলনা। পরে দলের হাল ধরেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। যোগ্য সঙ্গীর অভাবে বড় সংগ্রহ দাঁড় করাতে না পারলেও লড়াইয়ের পুঁজি নিয়েই মাঠ ছাড়েন ৭০ রানে অপরাজিত থেকে।



















