বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়েতে পয়লা জুলাই টোল আদায় শুরু

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
- / ১৫৭০ বার পড়া হয়েছে
ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনকে ১ জুলাই থেকে টোল দিতে হবে; যার ভিত্তি ধরা হয়েছে কিলোমিটার-প্রতি ১০ টাকা।
প্রজ্ঞাপন অনুযায়ী, একটি মাঝারি ধরনের পরিবহনকে ঢাকার পোস্তগোলা সেতু থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার এক্সপ্রেসওয়ে ব্যবহারের জন্য সাড়ে ৫শ’ টাকা টোল দিতে হবে।
তবে এক্সপ্রেসওয়ের টোল দিলে বুড়িগঙ্গা-১, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ সেতুর জন্য আর টোল আর দিতে হবে না। এদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী বছরের জুনে পদ্মা সেতু দিয়ে রেল চলাচল শুরুর লক্ষ্য নিয়ে কাজ চলছে। শুরুতে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত অংশের ট্রেন চালু করা হবে।