বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসএমই পণ্যমেলার আয়োজন

- আপডেট সময় : ০৮:০৩:৫২ অপরাহ্ন, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১
- / ১৬৯৬ বার পড়া হয়েছে
জমে উঠছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের এসএমই পণ্যমেলা। আটদিন ব্যাপী এ মেলার আজ ছিল দ্বিতীয় দিন। বৈরি আবহাওয়ার কারণে মেলায় ক্রেতা সংখ্যা কিছুটা কম। তবে, বৃষ্টি কমলেই পুরোপুরি জমে উঠবে বলে আশা বিক্রেতাদের। ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতের পণ্যের বাজারজাতকরণে সহায়তার জন্য এ মেলার আয়োজন করেছে এসএমই ফাউণ্ডেশন।
স্বাধীনতার ৫০ বছর ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে যৌথভাবে এই মেলার আয়োজক শিল্প মন্ত্রণালয় ও এসএমই ফাউন্ডেশন।
দেশের বিভিন্ন প্রান্তের উদ্যোক্তাদের তৈরি পণ্যের পসরা জানান দিচ্ছে উপকরণের ভিন্নতা। শুধু রপ্তানি নয়, দেশীয় ক্রেতাদের কাছে নিজেদের তৈরি জিনিস পৌঁছাতে কাজ করছেন মধ্যম শিল্পের উদ্যোকাতরা।
মেলায় উপস্থিত নারী উদ্যোক্তারা জানালেন, বাহারী ও রুচিশীল পণ্যের মান দামেও সহনীয়।
ক্রেতাদের চাহিদা মেনে মেলায় রাখা আছে চামড়ার বিভিন্ন পণ্য। নান্দনিক জিনিসে খুশি ক্রেতারা।
মেলায় দেশের ৩১১টি প্রতিষ্ঠানের ৩২৫টি স্টল রয়েছে। মেলা চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।