যেকোন সময় ধসের আশংকায় বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীর বাঁধ
- আপডেট সময় : ০২:৩২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীত অস্বাভাবিক পানি বেড়েছে। পানির চাপে যমুনা নদীর বন্যা নিয়ন্ত্রন বাঁধের অনেক স্থানেই পানি চুইয়ে পড়ছে। এতে হুমকীর মুখে পড়েছে বাঁধটি। যেকোন সময় ধসের আশংকায় আতংকিত হয়ে পড়েছে স্থানীয়রা। অনেকেই রাত জেগে বাঁধ পাহারা দিচ্ছেন। বগুড়ার বন্যা পরিস্থিতি নিয়ে আরিফ রেহমানের দুই পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ।
প্রায় ষাট বছর আগে নদী ভাংগন রোধে যমুনা নদীর বগুড়ার সীমানায় প্রায় ৪৫ কিলোমিটার বাঁধ তৈরি করা হয়। এরপর বিভিন্ন সময়ে মেরামত করা হয় বাঁধটি। বাঁধের উপর বসত বাড়ি নির্মাণ,মানুষ ও যানবাহন চলাচল আর বৃষ্টির পানিতে বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্থ হয় বাঁধটি। এবার অস্বাভাবিক পানি বাড়ার কারনে ২০ টিরও বেশি স্থানে পানি চুইয়ে পড়ছে।
স্থানীয় লোকজন জান মাল রক্ষায় রাত জেগে বাঁধ পাহারা দিচ্ছে। বাঁধে পুলিশ প্রহরার দাবি করেন তারা।
বাঁধ রক্ষার বালির বস্তা ফেলে মেরামতের কাজ চলছে জানালেন পানি উন্নয়ন বোর্ডর এই প্রকৌশলী।
হাজার হাজার মানুষের জীবন বাঁচাতে বাঁধ রক্ষায় দ্রুত উদোগ চান এ স্থানীয়রা।





















