বগুড়ার ধুনটে ১৪৪ ধারা জারি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
একই স্থানে ছাত্রলীগের দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে বগুড়ার ধুনটে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
ধুনট উপজেলা শহরের মুজিব চত্বর এলাকায় ছাত্রলীগের দুই পক্ষের সমাবেশ আহ্বান করায় সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত মুজিব চত্বর ও তার আশপাশের ৪’শ গজ পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে বলে জানানো হয়। উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন ও ধুনট পৌর ছাত্রলীগের সাবেক সদস্য রাসেল খন্দকার আজ ওই এলাকায় একই সময়ে সমাবেশের ডাক দেয়। দুই পক্ষের সমাবেশ ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন। ওই এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল-মিটিং ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।