বগুড়ায় তরুণ ভোটারদের অংশগ্রহণে নির্বাচনে আসতে পারে বড় পরিবর্তন

- আপডেট সময় : ০৩:৫৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
- / ১৫২৫ বার পড়া হয়েছে
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদের কাজ শেষ হয়েছে। বগুড়ায় এবার ভোটার বেড়েছে এক লাখ ১৮ হাজারের বেশি। তালিকায় নতুন করে যুক্ত হয়েছে রেকর্ডসংখ্যক তরুণ। এই তরুণরাই প্রথমবারের মতো ভোট দেবে। তাদের অংশগ্রহণেই আগামী নির্বাচনে আসতে পারে বড় পরিবর্তন।
বগুড়ায় যাচাই-বাছাই শেষে ভোটার তালিকা হালনাগাদ করেছে নির্বাচন কমিশন। সাতটি আসনে গেলো জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিলো ২৮ লাখ ৩০ হাজার ৬০৪ জন। এবার সেই সংখ্যা দাঁড়িয়েছে ২৯ লাখ ৫৬ হাজার ৫২৭ জনে। নারী ভোটার বেড়েছে পুরুষের চেয়ে বেশি। এছাড়া বাদ পড়েছে ৫৩ হাজারেরও বেশি ভোটার।
প্রথমবারের মতো ভোট দেয়ার সুযোগ পাচ্ছে তরুণরা। ভোট দিতে পারবে বলে দারুণ খুশি তারা। তবে তরুণদের চাওয়া সুষ্ঠু ভোটের পরিবেশ।
ভোটের পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশন কাজ করছে, জানান এ জেলা নির্বাচন অফিসার।
বগুড়ার রাজনৈতিক অঙ্গন এখন নির্বাচনের অপেক্ষায়। তরুণ ভোটারদের অংশগ্রহণে পাল্টে যাবে ভোটের মাঠ- এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।