বগুড়ায় করোনা ভাইরাস সনাক্তকরণ পরীক্ষার ব্যবস্থা নেই
- আপডেট সময় : ১০:২১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ১৫৯৬ বার পড়া হয়েছে
বগুড়ায় করোনা রোগীদের চিকিৎসায় হাসপাতালে শুধু বেড রাখা হলেও ভাইরাস সনাক্তকরণ পরীক্ষার ব্যবস্থা নেই। সেবাদানকারীদের প্রশিক্ষণ, প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামও নেই। নতুন এ ভাইরাস নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা আর আতঙ্কে রয়েছেন ডাক্তার, নার্স এবং সেবাদানকারীরা।
করোনা ভাইরাস প্রতিরোধে বগুড়ায় জেলা ও উপজেলা কমিটি গঠন হয়েছে। বিদেশ ফেরত নয়জন রয়েছে হোম কোয়ারান্টাইনে। জিয়াউর রহমান মেডিকেল কলেজ, মোহাম্মদ আলী হাসপাতালসহ বিভিন্ন উপজেলায় ৮১টি বেড প্রস্তত রয়েছে। কিন্তু রোগ শনাক্তকরণ পরীক্ষার ব্যবস্থা নেই। নেই পর্যাপ্ত সার্জিক্যাল মাস্ক, নিরাপত্তামূলক পোশাক, চিকিৎসার আধুনিক সরঞ্জাম, প্রশিক্ষিত জনবল ও প্রযুক্তিগত ক্ষমতা। আইসোলেশন ওয়ার্ডে যাতায়াতের পৃথক ব্যবস্থাও নেই।
এ নিয়ে চরম উদ্বেগ-উৎকণ্ঠা ও আতঙ্কে আছেন সেবিকারা। ঝুঁকিপূর্ণ রোগের চিকিৎসায় বিশেষ নিরাপত্তা আর ঝুঁকি ভাতা দাবি করেন তারা। সংকটের কথা উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, জানালেন স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। করোনার বিস্তার ঠেকাতে জরুরী রোগ শনাক্তকরণ ব্যবস্থা চালু আর আধুনিক নিরাপত্তা সরঞ্জাম দেয়ার দাবি করেন সংশ্লিষ্টরা।