বগুড়া-নাটোর মহাসড়কে ট্রাক চাপায় প্রাইভেটকার চালকসহ নিহত ২
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:২৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুলাই ২০২৪
- / ১৮১৬ বার পড়া হয়েছে
বগুড়া-নাটোর মহাসড়কের বগুড়ার শাজাহানপুরের খড়না ইউনিয়নের টেংগামাগুর বাসস্ট্যান্ড এলাকায় ট্রাক চাপায় প্রাইভেটকারের চালকসহ ২ জন নিহত হয়েছে। রাতে নাটোরগামী একটি ট্রাকের চাপায় প্রাইভেটকার দুমড়ে মুচড়ে যায়। গুরুতর আহত দু’জনকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তারা মারা যায়। নন্দীগ্রাম কুন্দর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আব্বাস আলী জানান, দু’জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে পুলিশ বাদি হয়ে মামলা করেছে।






















