বক্সিং টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩২:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বক্সিং টেস্টের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। মেলবোর্নে ৪ উইকেটে ইংলিশদের সংগ্রহ মাত্র ৩১ রান। দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার চেয়ে ৫১ রানে পিছিয়ে ইংল্যান্ড।
৮২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে জো-রুটের দল। দলীয় ২২ রানে চার টপ-অর্ডারকে হারিয়ে চাপে পরে ইংল্যান্ড। হতাশ করেছেন হাবিস হামেদ, জ্যাক ক্রলি, ডেভিড মালান ও নাইট ওয়াচম্যান জ্যাক লিচ। ১২ রানে অপরাজিত আছেন জো-রুট আর ২ রানে সঙ্গী বেন স্টোকস। এর আগে, ২৬৭ রানে প্রথম ইনিংসে অলআউট হয় অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ৭৬ রান করেন ওপেনার মার্কাস হ্যারিস। চার উইকেট নেন জেমস অ্যান্ডারসন। ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে করেছিলো ১৮৫ রান। প্রথম দুই টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া।