বকেয়া বেতনের দাবিতে সপরিবারে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচিতে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৫:১৫ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
বকেয়া বেতন ও কাজে যোগদানের দাবিতে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকদের বিক্ষোভ ও অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে।
গত বুধবার থেকে খনির মূল ফটকে পরিবারসহ তারা বিক্ষোভ ও অবস্থান শুরু করেন। এর আগে স্মারকলিপি দিয়ে দাবি মেনে নিতে বুধবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন তারা। বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসুচি চলবে। তিনটি চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে খনিতে এক হাজার ১৪৭ জন বাংলাদেশি শ্রমিক কাজ করেন। বড়পুকুরিয়া কয়লা খনির ব্যবস্থাপনা পরিচালক কামরুজ্জামান খান জানান, শ্রমিকদের বেতন-ভাতার বিষয়গুলো দেখভাল করে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রয়োজন হলে এ ব্যাপারে মধ্যস্থতা করে খনি কর্তৃপক্ষ।










