বকেয়া বেতনের দাবিতে গাজীপুর-না’গঞ্জে শ্রমিকদের সড়ক অবরোধ

- আপডেট সময় : ০৫:২০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৫৮ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এবং গাজীপুরে বকেয়া বেতনভাতাসহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শ্রমিকরা।
সোনারগাঁয়ের কাচঁপুরে ৪ মাসের বকেয়া বেতন ও বিভিন্ন দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিনহা-ওপেক্স গ্রুপের শ্রমিকরা। সকাল থেকে দুপুর পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা বিক্ষোভ করে। এতে সড়কের দুই পাশে নিত্যপণ্য ও জরুরী সেবার যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের অভিযোগ, গত রোজার ঈদেও একইভাবে বেতন বকেয়া রাখে মালিকপক্ষ। এবারও ৪ মাসের বকেয়া বেতন না দিয়ে শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হচ্ছে। বেতন পরিশোধের কথা বললে বিনা নোটিসে শ্রমিক ছাঁটাই করে মালিকপক্ষ। এ বিষয়ে কাচঁপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।
এদিকে, গাজীপুরের লক্ষীপুরায় ৭ মাসের বকেয়া বেতনের দাবীতে পোশাক কারখানার কর্মকর্তা–কর্মচারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। ওই এলাকার স্টাইল ক্রাফট লিমিটেড কারখানার সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী কারখানার সামনে বিক্ষোভ করে। এসময় ঢাকা-জয়দেবপুর সড়কে প্রায় আধঘন্টা অবরোধ করে রাখা হয়। শিল্প-পুলিশের ইন্সপেক্টর সমীর চন্দ্র সুত্রধর জানান, গত ৭ দিন ধরে ওই কারখানা কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের বেতন না দেয়ায় তারা বেতনের দাবিতে বিক্ষোভে নামেন।