ফ্রেঞ্চ কাপে বড় জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই

এস. এ টিভি
- আপডেট সময় : ১০:১৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
ফ্রেঞ্চ কাপে বড় জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই। ভ্যানেসকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শেষ ষোল নিশ্চিত করেছে পিএসজি। হ্যাটট্রিক করেছেন ফরাসী তারকা কিলিয়ান এমবাপ্পে।
করোনার কারণে দলের গুরুত্বপূর্ন কয়েকজন খেলোয়াড়কে ছাড়াই এদিন মাঠে নামে পিএসজি। তারপরও ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষকে চাপে রাখে প্যারিস সেইন্ট জার্মেই। ২৮ মিনিটে ডেডলক ভাঙ্গেন কিমপেম্বে। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় পচেত্তিনো শীষ্যরা। দ্বিতীয়ার্ধেও আরও পরিণত পিএসজি, প্রতিপক্ষের জালে দিয়েছে ৩ গোল। ৫৯, ৭১ আর ৭৬ মিনিটে তিন গোল দিয়ে হ্যাটট্রিক পূর্ন করেন এমবাপ্পে। পরের সময়টায় আর গোলের দেখা পায়নি কেউই। এতে ৪-০ গোলের জয় নিয়েই মাঠে ছাড়ে প্যারিস সেইন্ট জার্মেই। সোমবার লিগে অলিম্পিক লিও’র মুখোমুখি হবে পিএসজি।