ফেসবুকে গুজব সৃষ্টিকারীদের সাথে সংবাদ সম্মেলন করে গুজব ছড়ানো বিএনপি নেতাদের যোগসুত্র আছেঃ তথ্যমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২০
- / ১৬১৭ বার পড়া হয়েছে
করোনা ভাইরাস নিয়ে যারা ফেসবুক ব্যবহার করে গুজব ছড়াচ্ছে তাদের সাথে সংবাদ সম্মেলন করে গুজব ছড়ানো বিএনপি নেতাদের যোগসুত্র আছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
দুপুরে বিটিভি’র চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন কিছুদিন রাজনৈতিক ছত্রছায়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ছেলেধরা গুজব ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করতে যে চক্রটি সক্রিয় ছিলো তারাই আবার করোনা ভাইরাস নিয়ে সক্রিয় হয়েছে। তবে এদের ব্যাপারে সরকার সতর্ক আছে। যথা সময়ে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও হুশিয়ারী দেন তথ্যমন্ত্রী। এছাড়া কোন ধরণের গুজবে কান না দিতে জনসাধারণের প্রতি আহবানও জানান তিনি। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।
















