ফেসবুকে কটুক্তি ও ব্যাঙ্গাত্মক কার্টুন প্রচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার

- আপডেট সময় : ০৫:০৬:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / ১৫৯২ বার পড়া হয়েছে
মৌলভীবাজারের বড়লেখায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীসহ অন্যান্য মন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তি ও ব্যাঙ্গাত্মক কার্টুন প্রচারের অভিযোগে দেলোয়ার হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গেলো রাতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত দেলোয়ার বড়লেখা উপজেলার নিজ বাহাদুরপুর গ্রামের বাসিন্দা। মামলার এজাহার সূত্রে জানা গেছে, দেলোয়ার হোসেনসহ রুমেল আহমদ ওরফে মমতা আহমদ, মুহিবুর রহমান, সৈয়দ আদনানুল হক, আসুক আহমদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিমসহ অন্যান্য মন্ত্রীদের নিয়ে ফেসবুকে আপত্তিকর স্ট্যাটাস, ব্যাঙ্গাত্মক কার্টুন আপলোড ও শেয়ার করে। বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুনেদ আহমদ বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে ৫ জনের বিরুদ্ধে মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।