ফেব্রুয়ারীর শেষ সপ্তাহ থেকে নতুন ড্রাইভিং লাইসেন্স প্রদান শুরু হবে: ওবায়দুল কাদের

- আপডেট সময় : ০৭:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
ফেব্রুয়ারীর শেষ সপ্তাহ থেকে নতুন ড্রাইভিং লাইসেন্স প্রদান শুরু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি- বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি দেয়া বক্তব্যে একথা জানান তিনি। এ সময় বিআরটিএ’র তদবির বাণিজ্য বন্ধ করতে নির্দেশনার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী।
বৃহস্পতিবার সকালে বিআরটিএ’র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।চুক্তি অনুযায়ী কার্ডের মানের উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ইতোমধ্যেই ড্রাইভিং লাইসেন্সের খসড়া প্রিন্ট শুরু হয়েছে।
এ সময় দালালদের দৌরাত্ম্য বন্ধ করতে বিআরটিএ’র চেয়ারম্যানকে কঠোর নির্দেশনা দেন ওবায়দুল কাদের।এছাড়া সড়ক দুর্ঘটনা কমাতে দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।