ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ : আমীর খসরু
- আপডেট সময় : ০৪:১৭:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
- / ১৬৭৬ বার পড়া হয়েছে
ফেব্রুয়ারিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। তারা চায় দ্রুত বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক- এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইসসহ জাতিসংঘের প্রতিনিধি দল। পরে সাংবাদিকদের আমির খসরু বলেন, বাংলাদেশের চলমান প্রেক্ষাপট, নির্বাচন ও গণতান্ত্রিক যাত্রায় জাতিসংঘের সব ধরনের সাহায্য সহযোগিতা অব্যাহত থাকবে। বলেন, দেশের মানবাধিকার ও রোহিঙ্গা প্রত্যাবর্তনে জাতিসংঘ বরাবরেরমতোই বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। আর ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন সাপোর্ট করে ইউএন। এছাড়া রোহিঙ্গা ইস্যু নিয়ে চ্যালেঞ্জ এর বিষয়গুলো আলোচিত হয়েছে বলেও জানান তিনি।













