ফেনীর ছাগলনাইয়ায় দু’পক্ষের গোলাগুলিতে একজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৬:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২০
- / ১৫৫০ বার পড়া হয়েছে
ফেনীর ছাগলনাইয়ায় দু’পক্ষের গোলাগুলিতে একজন নিহত হয়েছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার শুভপুরে এ ঘটনা ঘটে। ছাগলনাইয়া থানার পরিদর্শক মেজবাহ উদ্দিন জানান, গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী নজরুল ইসলামকে পড়ে থাকতে দেখে। পরে সেখান থেকে উদ্ধার করে ছাগলনাইয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মারা যায় সে ।নিহত নজরুল একই উপজেলার জয় চাদঁপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।





















