ফেনীতে প্রশাসক নিয়োগের পরও ভোগান্তি কমছে না পৌরবাসীর

- আপডেট সময় : ১১:১৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / ১৫১৩ বার পড়া হয়েছে
ফেনীতে পলাতক মেয়র-চেয়ারম্যানদের অপসারণ করে প্রশাসক নিয়োগের পরও ভোগান্তি কমছে না পৌরসভা ও ইউনিয়নবাসীর। স্থানীয়দের অভিযোগ, প্রশাসক নিয়োগ দিলেও তারা ঠিকমতো অফিস করেন না। প্রতিদিন ইউনিয়ন পরিষদগুলোতে সেবা নিতে আসা গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন।
দেশের পট পরিবর্তনের পর জেলার সবগুলো পৌরসভার মেয়র ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পলাতক থাকায় প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসক নিয়োগ দেয় সরকার। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বপ্রাপ্ত প্রশাসকরা ঠিকমতো অফিস করেন না। এতে করে প্রতিদিন ইউনিয়ন পরিষদগুলোতে সেবা নিতে আসা লোকজন চরম ভোগান্তিতে পড়েন।
প্রতিদিন ইউনিয়ন পরিষদগুলোতে ঘুরেও সঠিক সময়ে কাজ সম্পন্ন করতে না পারায় ক্ষোভ জানান অনেক। ইউনিয়ন পরিষদগুলোতে নিয়োগ দেয়া প্রশাসকদের পূর্ব অভিজ্ঞতা না থাকায় আরো বেশী জটিলতার সৃষ্টি হয়েছে।
নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত না হওয়া পর্যন্ত এমন ভোগান্তির আশংকা করছেন অনেকে। তাই দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধির হাতে দায়িত্ব হস্তান্তরের দাবি তাদের।
দাপ্তারিক কাজের চাপে অনেক সময় পরিষদের কাজে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তবে এ বিষয়ে প্রশাসকদের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন বলেও জানান এ কর্মকর্তা ।
নাগরিকদের ভোগান্তি এড়াতে এখনই পদক্ষেপ গ্রহন করার জোর দাবী জানান ভুক্তভোগীরা।