ফেনীতে গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

- আপডেট সময় : ০২:২৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ফেনীর রামপুরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের স্বজনদের দাবি, স্বামী এবং শ্বশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করে হত্যা করেছে
বৃহস্পতিবার রাতে শহরের রামপুরের তনু পাটোয়ারী বাড়ী থেকে গৃহবধূ শিরিনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এঘটনায় স্বামী শাহজালাল শাহীন ও ননদ খোদেজা বেগম পালিয়ে গেলেও পুলিশ গৃহবধূর শ্বশুর ও শাশুড়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
গৃহবধূর বড় বোন সুলতানা জানান, চলতি বছরের ফেব্রুয়ারীর ৭ তারিখে পারিবারিকভাবে একই এলাকার বজলের রহমানের ছেলে মোবাইল ব্যবসায়ী শাহজালাল শাহীনের সাথে শিরিনের বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে শ্বশুর বাড়ির লোকজন শিরিনকে নানাভাবে শারীরীক ও মানসিক নির্যাতন করে আসছিলো। ঘটনার আগেও মোবাইলে তার স্বামী বকাঝকাসহ গায়ে হাত তুলেছে বলে জানিয়েছে। একপর্যায়ে সন্ধ্যায় গৃহবধূ শিরিন অসুস্থ এবং তাকে হাসপাতালে নেয়া হয়েছে বলে ফোনে জানায় শশুর বাড়ীর লোকজন। পরে ফোন পেয়েই এসে দেখতে পান ঘরের মেঝেতে শিরিনের মরদেহ পড়ে আছে। এসময় শশুর বাড়ীর লোকজন প্রচারণা চালায় সিলিং ফ্যানের সাথে ঝুলে সে আত্মহত্যা করেছে। শহর পুলিশ ফাড়িঁর ইনচার্জ সুদ্বীপ রায় জানান, তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর মৃত্যুর কারণ জানা যাবে।