ফেনীতে অনলাইন পশুর হাট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপেরস উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জুলাই ২০২১
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইন পশুর হাট ওয়েবসাইট ও মোবাইল অ্যাপস উদ্বোধন করা হয়েছে।
সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনলাইন কার্যক্রমের উদ্বোধন করেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী। জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মঞ্জরুল আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম জাকারিয়া, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আনিসুল হকসহ জেলার খামারী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই পশুর হাটের মাধ্যমে খামারীরা খুবই সহজেই ওয়েবসাইটে নিবন্ধন করে তাদের খামারের পশু প্রদর্শন করতে পারেন।