ফেনিতে শিশু তানিশা হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছে হত্যাকারী
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৬:০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১
 - / ১৫৬১ বার পড়া হয়েছে
 
ফেনিতে দায় স্বীকার করে শিশু তানিশা হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়েছে হত্যাকারী চাচাতো ভাই নিশান।
দুপুরে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খোন্দকার নুরুন্নবী। এসময় তিনি জানান, আক্তার হোসেন নিশানের বাবা জীবিত না থাকায় দারিদ্র্যের কারণে তানিশার পরিবার তাদের কথায় কথায় তুচ্ছতাচ্ছিল্য করতো। এর আক্রোশের জেরে রাগে-ক্ষোভে সে তানিশাকে হত্যা করে। উল্লেখ্য বৃহস্পতিবার রাতে ফেনীর কালিদহ ইউনিয়নে এক সৌদি প্রবাসীর শিশুকন্যা তানিশা ইসলাম তিশার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
																			
																		














