ফুটবলারদের বেতন নিয়ে খুব বেশি ভাবা উচিৎ নয়: তেভেজ

- আপডেট সময় : ০৮:২৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
করোনাভাইরাসের কারণে সংকটময় পরিস্থিতি মোকাবেলায় ফুটবলারদের বেতন নিয়ে খুব বেশি ভাবা উচিৎ নয় বলে মনে করেন আর্জেন্টাইন তারকা কার্লোস তেভেজ। ইউরোপের ফুটবলাররা ছয় মাস কিংবা এক বছর বেতন না নিলেও কোন ক্ষতি হবে না বলেও জানান তিনি।
সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির এই ফুটবলার বর্তমানে খেলছেন নিজ দেশের ক্লাব বোকা জুনিয়র্সে হয়ে। সরকারের আদেশ মেনে গেলো ১৭ মার্চ থেকে হোম কোয়ারেন্টাইনে আছেন তেভেজ। ঘরে থেকেই আত্মমানবতার সেবায় নিজেকে প্রস্তুত রাখছেন এই আর্জেন্টাইন। আমেরিকা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তেভেজ জানান, এই পরিস্থিতিতে সবাইকে সাহায্য করার জন্য প্রস্তুত থাকতে হবে। সে ক্ষেত্রে ফুটবলাররা অনেক বড় উদাহরণ হতে পারে। যাদের সাহায্যের দরকার, তাদের পাশে দাঁড়ানোর মাধ্যমে। এসময় খেলোয়াড়দের বেতন কাটার বিষয়ে তেভেজ বলেন, এ সময় বেতন না নিলে খেলোয়াড়দের বেঁচে থাকতে সমস্যা হবে না।