ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন লেখকদের ভোটে ২০২১-২২ মৌসুমের সেরা ফুটবলার সালাহ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২১:৫০ অপরাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন লেখকদের ভোটে ২০২১-২২ মৌসুমের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুল সুপারস্টার মোহামেদ সালাহ।
দ্বিতীয়বারের মতো এই স্বীকৃতি পেলেন মিশরীয় তারকা। এর আগে রোমা থেকে এসে ইংলিশ ফুটবলে নিজের প্রথম মৌসুমেই এই স্বীকৃতি পান ২৯ বছর বয়সী এই ফুটবলার। সেবার লিগে ৩২টিসহ সব মিলিয়ে ৪৪ গোল করেছিলেন সালাহ। এটি যে কোনো ফুটবলারের অভিষেক মৌসুমে রেকর্ড। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচ খেলে ২২ গোল এবং ১৩ অ্যাসিস্ট তার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে অলরেডদের জার্সিতে চলতি মৌসুমে ৪৪ ম্যাচে ৩০ গোল করেছেন সালাহ। সালাহর নৈপুণ্যে প্রিমিয়ার লিগের শিরোপা দৌঁড়ে টিকে আছে লিভারপুল।
























