ফার্মগেটে যুবলীগ আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:৫২:১৫ অপরাহ্ন, শনিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৩
- / ১৮৬৯ বার পড়া হয়েছে
আজ আবারো পাল্টাপাল্টি কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুধু রাজধানীতে নয়, ঢাকার বাইরেও দুটি বিভাগীয় শহরে সমাবেশ রয়েছে তাদের। এদিকে ফার্মগেটে যুবলীগ আয়োজিত সমাবেশে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি হয়েছে।
সমাবেশে যুবলীগ নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক কর্মসূচি দিয়ে দেশকে অস্থিতিশীল করতে চায় বিএনপি। তাদের ঠেকাতে মাঠে থাকবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ‘বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে’ ঢাকার পাশাপাশি খুলনা ও রংপুরে ‘শান্তি সমাবেশ’ করবে আওয়ামী লীগ-যুবলীগ। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ বেলা তিনটায় কামরাঙ্গীরচরে সমাবেশ করবে। উপস্থিত থাকবেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।























