ফারদিন হত্যার ঘটনায় মোটিভ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ

- আপডেট সময় : ০৮:০৫:০৫ অপরাহ্ন, শনিবার, ১২ নভেম্বর ২০২২
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বুয়েট ছাত্র ফারদিন হত্যার ঘটনায় মোটিভ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। হত্যার সঙ্গে সরাসরি জড়িত কাউকে এখনো গ্রেফতার করা যায়নি। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবি প্রধান হারুন অর রশিদ।
তিনি বলেন, ফারদিনের মোবাইলের তথ্য ও কল লিস্ট বিশ্লেষণ করে দেখা যায়, সে ঢাকার কোনো এক জায়াগায় খুন হয়েছেন। মোবাইলের লোকেশনে নারায়ণগঞ্জও পাওয়া গিয়েছে। তদন্তের স্বার্থে সব কিছু বলা যাচ্ছে না।
গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ফারদিনের মরদেহ ৭ নভেম্বর নারায়ণগঞ্জের গোদনাইলে শীতলক্ষ্যা নদীর পাড় থেকে উদ্ধার করা হয়। নিখোঁজ হওয়ার রাতে তার বন্ধু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমাতুল্লাহ বুশরার সাথে দেখা হয়েছিল।
ফারদিনের মরদেহ উদ্ধারের পর তার বাবা কাজী নূরউদ্দিন, বুশরাকে আসামি করে মামলা করেন। পরে, বুশরাকে গ্রেফতার করা হয়। এখন তিনি ডিবি হেফাজতে রিমান্ডে রয়েছেন।