ফাইভ–জি নেটওয়ার্ক দিয়ে ভবিষ্যতে কলকারখানাও চলবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

- আপডেট সময় : ০৮:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২
- / ১৭৩৮ বার পড়া হয়েছে
ফাইভ–জি নেটওয়ার্ক দিয়ে ভবিষ্যতে কলকারখানাও চলবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, জানুয়ারির মধ্যে ফাইভ–জি’র মাধ্যমে স্মার্টফোন দিয়ে ঘরের বাতি বন্ধ করা যাবে। এফবিসিসিআই আয়োজিত ‘ডিজিটাল সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণ’ বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি।
ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং ওটিটি প্ল্যাটফর্মের নিয়ন্ত্রণ: সঠিক ভারসাম্য বজায় রাখার প্রয়োজন শিরোনামে এই সেমিনারের আয়োজন করে এফবিসিসিআই।
এতে বিশেষজ্ঞরা বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের সমস্যাগুলো সমাধানে, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ, আইন সময়ের দাবি,। তবে খসড়া নতুন আইনের সমালোচনা করেন তারা ।
এতে এফবিসিসিআইর সভাপতি বলেন, দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রায় ডিজিটাল প্ল্যাটফর্মের বিকল্প নেই।
আর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন,চতুর্থ শিল্প বিপ্লব নয় পঞ্চম শিল্প বিপ্লবের দিকে এগিয়ে যাচ্ছে দেশ।
ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে কেউ যাতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সরকারের কঠোর নজরদারি রয়েছে বলেও জানান মোস্তফা জব্বার।