ফাইজার বায়োএনটেকের প্রথম চালান কোভ্যাক্স থেকে বাংলাদেশে আসছে আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩৮:২৬ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
মহামারি করোনা ভাইরাস প্রতিরোধী টিকা ফাইজার বায়োএনটেকের প্রথম চালান কোভ্যাক্স থেকে বাংলাদেশে আসছে আজ। দেশের চতুর্থ টিকা হিসেবে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পেয়েছে ফাইজারের টিকা।
সোমবার রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা দেশে পৌঁছাবে। কবে নাগাদ এবং কারা এই টিকার আওতায় আসবেন সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন টিকাদান সংক্রান্ত জাতীয় কমিটি। জুনের ২ তারিখে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের অন্তত ১ লাখ ৬ হাজার কোভিড ভ্যাক্সিন বাংলাদেশে পাঠানোর কথা রয়েছে।





















