ফরিদপুরে পেঁয়াজের পাইকারী বাজারে দাম কমলেও খুচরা বাজারে এখনো আগের দাম
																
								
							
                                - আপডেট সময় : ০৫:২৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
 - / ১৭৩০ বার পড়া হয়েছে
 
ভারত থেকে পেঁয়াজ আমদানীর খবরে ফরিদপুরের পাইকারী বাজারে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। গত ৩দিনের ব্যবধানে প্রতি মন পেঁয়াজের দাম কমেছে ৫শ থেকে ৬শ টাকা করে। পাইকারী বাজারে পেঁয়াজের দাম কমলেও খুচরা বাজারে বিক্রি আগের দামে। তবে পেঁয়াজের বাজার সহনশীল রাখতে বাজার মনিটরিংসহ সকল ধরনের পদক্ষেপের কথা জানায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর।
গেল ৩দিন আগেও পেঁয়াজের রাজধানী খ্যাত ফরিদপুরের বিভিন্ন পাইকারী বাজারে প্রতি মন পেঁয়াজ ২৯শ থেকে ৩হাজার টাকা দরে বিক্রি হয়েছে। সরকারের ভারত থেকে পেঁয়াজ আমদানীর খবর পেয়ে আজ সেই পেঁয়াজ ২৩শ থেকে ২৫শ টাকা মন বিক্রি হচ্ছে। ফলে সরকারের পেঁয়াজ আমদানীর খবরে প্রতি মন পেঁয়াজে ৫শ থেকে ৬শ টাকা করে কমেছে।
পেঁয়াজের দাম কমে যাওয়ায় পাইকারী হাটগুলোতেও কমেছে পেঁয়াজ আমদানী। তবে বাজার কারসাজির জন্য মধ্যস্বত্বভোগীদের দায়ী করছেন ব্যবসায়ীরা।
এদিকে, পাইকারী বাজারে পেঁয়াজের দাম কম হলেও চড়া দামে বিক্রি হচ্ছে খুচরা বাজারে। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ ৭০-৮০টাকা দরে বিক্রি হচ্ছে।
এদিকে, জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল সেখ জানান, বাজার স্থিতিশীল রাখতে অসাধু ব্যবসায়ীদে জরিমানা করা হচ্ছে।
জেলায় এবছর ৪ হাজার ২৩০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে। যা থেকে ৫ লাখ ৫৩হাজার ৫৮ মেট্রিক টন পেয়াজ উৎপাদিত হবে।
																			
																		














