ফরিদপুর, মানিকগঞ্জ ও দিনাজপুরে মাস্ক বিতরণ

- আপডেট সময় : ০৬:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০
- / ১৫৪১ বার পড়া হয়েছে
‘সকলেই মাস্ক পরি” করোনাকে জয় করি- শ্লোগানকে সামনে রেখে ফরিদপুর, মানিকগঞ্জ ও দিনাজপুরে মাস্ক বিতরণ করা হয়েছে
ফরিদপুরে নিম্ন শ্রেণীপেশার মানুষের মাঝে মাস্ক বিতরণ করেছেন রাজেন্দ্র কলেজের ৮২তম ব্যাচ। সকালে সরকারী রাজেন্দ্র কলেজের রুক্সু ভবনের সামনে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোশারফ আলী। পরে স্থানীয় জনসাধারণ, অটোচালক, ভ্যানচালক, শ্রমিকসহ উপস্থিত সবার মাঝে মাস্ক বিতরণ করা হয়।
করোনায় ২য় ঢেউ মোকাবিলায় মানিকগঞ্জে গ্রাম পুলিশদের দেয়া হয়েছে মাস্ক। দুপুরে শতাধিক গ্রাম পুলিশের মাঝে মাস্ক ও খাবার বিতরণ করেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ ফটো।
এদিকে, দিনাজপুরের খানসামার টংগুয়ার দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সকালে টংগুয়া গ্রাম সামাজিক শক্তি কমিটির আয়োজনে স্থানীয় স্কুল মাঠে ২৫০ জনের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয়।