ফরওয়ার্ডদের ব্যর্থতায় চরম হতাশ জুভেন্টাস সমর্থক

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
টানা নবম শিরোপা জয়ের উৎসব করার পরের ম্যাচেই অঘটনের শিকার হলো জুভেন্টাস। এবার হারলো ক্যালিয়ারির কাছে। ফরওয়ার্ডদের চরম ব্যর্থতার দিনে তুরিনের বুড়িদের পরাজয় ২-০ গোলে।
সারদেনিয়া অ্যারেনায় ম্যাচের অস্টম মিনিটেই পিছিয়ে পড়ে চ্যাম্পিয়নরা, লুকা গ্যালিয়ানির গোলে। ইনজুরিতে দিবালার অনুপস্থিতিতে ধারহীন ছিলো জুভেন্টাস। পরের সময়টাতেও জুভিদের নিষ্প্রভতার সুযোগ ভালোভাবেই কাজে লাগায় স্বাগতিকরা। প্রথমার্ধের ইনজুরি সময়ে জিওভান্নি সিমিওনে লক্ষ্যভেদ করলে, ম্যাচে ফেরা কঠিন হয়ে পড়ে ওল্ড লেডিদের। বিরতির পর ম্যাচে ফিরতে আপ্রাণ চেষ্টা চালায় সারি বাহিনী। কিন্তু ফরওয়ার্ডদের ব্যর্থতা চরমভাবে হতাশ করে জুভ সমর্থকদের। তাতে মৌসুমের ৩৭ রাউন্ড শেষে ষষ্ঠ পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মাউরিসিও সারি শিষ্যরা।