পয়েন্ট হারিয়েছে আসরে ধুকতে থাকা ভ্যালেন্সিয়া
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৯৭ বার পড়া হয়েছে
স্প্যানিশ লা লিগায় আবারও পয়েন্ট হারিয়েছে আসরে ধুকতে থাকা ভ্যালেন্সিয়া। এবার অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করছে তারা।
ঘরের মাঠে প্রথমার্ধে ভ্যালেন্সিয়াকে চমকে দেয় বিলাবও। ম্যাচের ৩৭ মিনিটে রাউল গার্সিয়া উৎসবের উপলক্ষ্য এনে দেন সফরকারীদের। এই স্প্যানিশ মিডফিল্ডারের গোলে লিড নেয় অ্যাথলেটিক বিলবাও। প্রথমার্ধে যোগ করা সময়ে গমেজ গঞ্জালেজ লাল কার্ড দেখে মাঠ ছাড়লে দশ জনের দলে পরিণত হয় ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধে যে সুযোগ কাজে লাগাতে পারেনি বিলবাও। উল্টো গোল হজমে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে সফরকারীদের। ৬৫ মিনিটে ভ্যালেন্সিয়ার মান বাচান হুগো দুরো। এই ড্রয়ে ২৩ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৮ নম্বরে বিলবাও। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তালিকার ১১-তে ভ্যালেন্সিয়া।










