প্লে-অফ খেলা নিশ্চিত হলো কুমিল্লার ভিক্টোরিয়ান্সের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষ দুইয়ে থেকে, প্লে-অফ খেলা নিশ্চিত হলো কুমিল্লার ভিক্টোরিয়ান্সের। মঈন আলীর ব্যাটিং তাণ্ডবে খুলনাকে ৬৫ রানে হারিয়ে সেরা দুইয়ে জায়গা করে নেয় কুমিল্লা।
মিরপুরে টস হেরে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৮ রানের পাহাড় গড়ে ইমরুল কায়েসের দল। উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস, ১৭ বলে ৪১ রান করে। মাঝে মাহমুদুল হাসান জয় ও ইমরুল কায়েস দ্রুত ফিরলেও মঈন আলীর দানবীয় ইনিংসে বড় সংগ্রহ পায় কুমিল্লা। ৩৫ বলে ৭৫ রানের ঝড়ো ইনিংস খেলেন ইংলিশ অলরাউন্ডার। ৩৮ রানে অবদান রাখেন ফাফ ডু-প্লেসি। জবাবে কখনোই জয়ের পথে ছিলো খুলনা টাইগার্স। কুমিল্লার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ১২৩ রানে গুটিয়ে যায় মুশফিকের দল। সর্বোচ্চ ২৬ রান করেন থিসারা পেরেরা। ৩ উইকেট নেন আবু হায়দার রনি। দুটি উইকেট নাহিদুল ও মোস্তাফিজের।










