প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও হোচট খেলো শেখ জামাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মার্চ ২০২১
- / ১৫৮০ বার পড়া হয়েছে
বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে আবারও হোচট খেলো শেখ জামাল। রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ধানমন্ডির ক্লাবটি। দিনের আরেক ম্যাচে মুক্তিযোদ্ধাকে ২-০ গোলে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধে গোল পায়নি শেখ জামাল ও রহমতগঞ্জ। তবে, বিরতি থেকে ফিরেই ডেডলক ভাঙেন উজবেক মিডফিল্ডার ওতাবেক। ৪৯ মিনিটে কর্নার থেকে সরাসরি রহমতগঞ্জের জালে বল পাঠান ওতাবেক– এগিয়ে যায় শেখ জামাল। তবে ধানমন্ডির জায়ান্টদের উল্লাসের রেশ কাটতে না কাটতেই ম্যাচে ফেরে রহমতগঞ্জ। সমতা আনেন আইভরি কোস্টের ফরোয়ার্ড ক্রিস রিমে। বাকি সময় আর গোল পায়নি কেউই। তবে, ইনজুরি সময়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে সোলায়মান সিলা মাঠ ছাড়লে উত্তেজনা ছড়ায় ম্যাচে। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে শেখ জামাল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তালিকার ন’য়ে রহমতগঞ্জ।










