প্রিন্স পঞ্চম রাহিম আল-হুসেনি আগা খানের অভিষেক অনুষ্ঠান

- আপডেট সময় : ০৮:৪৫:০৮ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
- / ১৯২৩ বার পড়া হয়েছে
প্রিন্স পঞ্চম রাহিম আগা খানের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১১ ফেব্রুয়ারি এ অভিষেক উপলক্ষে বিশ্বব্যাপী শিয়া ইসমাইলি মুসলিম সম্প্রদায়ের নেতাদের স্বাগত জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানটি পর্তুগালের লিসবনে অবস্থিত দিওয়ান অব দি ইসমাইলি ইমামাতে অনুষ্ঠিত হয়। ইসমাইলি সম্প্রদায়ের নেতারা বিশ্বের ইসমাইলি সম্প্রদায়ের পক্ষ থেকে ৫০তম উত্তরাধিকারী ইমামের প্রতি আধ্যাত্মিক আনুগত্যের শপথ নেন। বিশ্বের ৩৫টিরও বেশি দেশে ইসমাইলি সম্প্রদায়ের সদস্যরা তাদের জামাতখানায় (সমাবেশের স্থান) সরাসরি সম্প্রচারের মাধ্যমে অনুষ্ঠানটি অনুসরণ করেন।
ভাষণে পঞ্চম আগা খান তার প্রয়াত পিতা প্রিন্স চতুর্থ করিম আগা খানকে শ্রদ্ধা জানান এবং তার পরিবারের সদস্যদের উপস্থিতি ও সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
তিনি পর্তুগাল ও মিসরের সরকারগুলোকেও তার বাবার অবদানকে স্বীকৃতি দেওয়ার এবং তার অন্ত্যেষ্টিক্রিয়া ও কবরস্থানের জন্য মর্যাদাপূর্ণ ব্যবস্থা করার জন্য ধন্যবাদ জানান। এটি ছিল পঞ্চম আগা খানের জন্য আন্তর্জাতিক ইসমাইলি সম্প্রদায়ের কাছে প্রথম ভাষণ দেওয়ার সুযোগ। তার প্রারম্ভিক ভাষণে তিনি জীবনকে ইসমাইলি জামাতের আধ্যাত্মিক ও ভৌত কল্যাণের জন্য নিবেদিত করার প্রতিশ্রুতি দেন।
তিনি ইসমাইলি মুসলিম বিশ্বাসের নীতি, দুনিয়া ও আধ্যাত্মিক বিষয়ে সঠিক সমতা বজায় রাখার গুরুত্ব এবং ধর্মীয় অনুশীলনের নিয়মিত অনুশীলনের কথা বলেন। তার বার্তা শান্তি, সহিষ্ণুতা, অন্তর্ভুক্তি এবং অভাবী মানুষদের সাহায্য করার জন্য বৈশ্বিক ধারণাগুলোর ওপর প্রতিষ্ঠিত।
চোখ রাখুন আমাদের Youtube Channel এ