প্রার্থীদের অতি উৎসাহী সমর্থকরাই সমস্যা সৃস্টি করে

- আপডেট সময় : ০৭:৩৮:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১
- / ১৫৬৯ বার পড়া হয়েছে
যেকোন নির্বাচনে প্রার্থীদের অতি উৎসাহী সমর্থকরাই সমস্যা সৃস্টি করে। তাই সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের ভূমিকাই মূখ্য। প্রার্থীদের সহযোগিতা থাকলে নির্বাচন কমিশনের পক্ষে শতভাগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।
নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিমিয় সভায় তিনি এ কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা নির্বাচন অফিসার রবিউল আলমসহ দুই পৌরসভার মেয়র ও কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ বক্তব্য রাখেন। তৃতীয় ধাপে আগামী ৩০ জানুয়ারি নোয়াখালীর চৌমুহনী ও হাতিয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।