প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ১১৮ জনে

- আপডেট সময় : ০৮:৩৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২০
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
এদিকে, চীনে প্রাণঘাতী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। মৃতের তালিকায় যুক্ত হয়েছে আরো ১১৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো দুই হাজার ১১৮ জনে।
এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইরানে মারা গেছেন ২ জন। আর আক্রান্ত হয়ে জাপানে কোয়ারেন্টাইনে থাকা ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চীনের বাইরে মৃত্যু হলো ১০ জনের।চীনে নতুন করে এই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩৯৪ জন। এনিয়ে মোট আক্রান্ত হয়েছে ৭৪ হাজার ৫৭৬ জন। আর চীনের বাইরে ৩০টি দেশে আক্রান্ত হয়েছে ৭শ’ জন। এরিমধ্যে ৪০ হাজার করোনা আক্রান্ত রোগীর একটি ডাটা প্রকাশ করেছে চীন। এই ডাটা অনুযায়ি, আক্রান্ত ৮০ শতাংশ রোগীর অবস্থা গুরুতর নয়। তবে, যারা আগে থেকে অন্য রোগে আক্রান্ত ও বৃদ্ধ, তাদের মারা যাওয়ার আশঙ্কা বেশি। এদিকে, করোনাভাইরাসের কারণে ব্যবসা-বাণিজ্য আর পণ্য পরিবহনে গতি কমায় চীনসহ বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।