প্রাইভেট কারের ধাক্কায় স্কুলছাত্রের মৃত্যু; চালক গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২
- / ১৭২০ বার পড়া হয়েছে
প্রাইভেট কারের ধাক্কায় সহপাঠীর মৃত্যুর ঘটনায় ফার্মগেটের একাংশ অবরোধ করে সরকারি বিজ্ঞান স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। দোষীদের কঠোর শাস্তির দাবি জানান তারা। এদিকে, সিসিটিভির ক্যামেরার ফুটেজ দেখে অপরাধী চালককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকাল সোয়া ৭টার দিকে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বিজি প্রেসের সামনে দশম শ্রেণির ছাত্র আলী হোসেন সড়ক পার হওয়ার সময় মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হয়।
পরে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার বিচার চেয়ে আলী হোসেনের সহপাঠীরা ফার্মগেটে মানববন্ধন করে।
পুলিশ ৩৭ টি সিসিটিভি’র ফুটেজ দেখে অপরাধীকে সনাক্ত করে। পরে, মাইক্রোবাস চালক জিয়াউল হককে আটক করে তারা।
মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে বলে জানান, তিনি।


























