প্রস্তুতি ক্যাম্প করতে এখন সিলেটে আফগানিস্তান ক্রিকেট দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০১:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৮৩ বার পড়া হয়েছে
প্রস্তুতি ক্যাম্প করতে এখন সিলেটে আফগানিস্তান ক্রিকেট দল। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আগে-ভাগেই ঢাকায় আসেন সফরকারীরা। রশিদ খান ও মোহাম্মদ নবীকে ছাড়াই এসেছে আফগানিস্তান।
শনিবার রাতে ঢাকায় পৌঁছানোর পর কন্ডিশনিং ক্যাম্প করার জন্য আজ দুপুরে সিলেট যান আফগানরা। দলের সঙ্গে না এলেও রশিদ ও নবী ওয়ানডে সিরিজের আগেই আসবেন বাংলাদেশে। তাদের আসার সম্ভাব্য তারিখ ১৯ ফেব্রুয়ারি। সরাসরি দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দেয়ার কথা রয়েছে এ দুই তারকা ক্রিকেটারের। সিলেটে এক সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প শেষে আফগানিস্তান টিম যাবে চট্টগ্রামে। তিন ওয়ানডে ও দুই টি-টুয়েন্টির লড়াই শুরু হবে আগামী ২৩ ফেব্রুয়ারি। ওয়ানডে সিরিজের তিন ম্যাচই হবে চট্টগ্রামে। মিরপুরে হবে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।










