প্রশিক্ষণের মাধ্যমে সেনা সদস্যদের আরো দক্ষতা অর্জনের আহ্বান :সেনা প্রধান

- আপডেট সময় : ০৫:৩৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
প্রশিক্ষণের মাধ্যমে সেনা সদস্যদের আরো দক্ষতা অর্জনের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ। তিনি জানান, সেনা সদস্যরা ফায়ারিংয়ে পারদর্শী না হলে কোন প্রশিক্ষণই তেমন একটা কাজে আসবে না। তাই ফায়ারিং প্রশিক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সকালে কুমিল্লা সেনানিবাসের ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে সেনা ফায়ারিং প্রতিযোগিতা ২০২০-এর পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন অঞ্চলের ১৫টি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় টাঙ্গাইল জেলার ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশন দল ৩১৫ দশমিক ৯৫ পয়েন্ট পেয়ে চ্যাম্পিয়ন এবং কুমিল্লা সেনানিবাসের ৩৩ পদাতিক ডিভিশন দল ৩১০ দশমিক ৩১ পয়েন্ট পেয়ে রানার আপ হয়। প্রতিযোগিতায় ৭ পদাতিক ডিভিশনের সৈনিক অসীম কুমার শর্মা শ্রেষ্ঠ ফায়ারার এবং ১৯ পদাতিক ডিভিশনের সৈনিক মোহাম্মদ মেহেদী হাসান ২য় শ্রেষ্ঠ ফায়ারার নির্বাচিত হন। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। এ সময় ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আহম্মদ তাবরেজ শামস্ চৌধুরী ও সেনাসদরসহ সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গত ১ মার্চ এ প্রতিযোগিতা শুরু হয়ে ৫ মার্চ শেষ হয়।