প্রশাসনের চাপের মুখে জাবির শিক্ষার্থীরা অবশেষে হল ছাড়তে বাধ্য হয়েছে

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
প্রশাসনের চাপের মুখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবশেষে হল ছাড়তে বাধ্য হয়েছে।
হলে অবস্থান নেয়া শিক্ষার্থীরা গতরাতেই নিজ-নিজ হলত্যাগ করলে প্রশাসন হলগুলোতে তালা দিয়ে দেয়। এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জরুরী সভায় হল না ছাড়লে শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার সিদ্ধান্তর কথা জানানো হয়। আন্দোলন স্হগিতের ঘোষণা দিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসে শিক্ষার্থীরা।বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জানান, গেলো রাতেই হলে থাকা অনেক শিক্ষার্থী হল ছেড়ে গেছে। পরবর্তীতে হলগুলোতে তালা দিয়ে দেয় প্রশাসন।