প্রবাসে কেউ অপরাধে জড়ালে, দায় নেবে না সরকার : প্রধানমন্ত্রী

- আপডেট সময় : ০২:০৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩
- / ১৬৪২ বার পড়া হয়েছে
প্রবাসে কেউ অপরাধে জড়ালে দায় নেবে না সরকার। এমন হুঁশিয়ারি দিয়ে প্রবাসীদের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার রাতে দোহায় কাতার প্রবাসী বাংলাদেশিদের দেওয়া নাগরিক সংবর্ধনায় তিনি এ হুঁশিয়ারি দেন।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপির আন্দোলন মানেই মানুষ পুড়িয় মারা, সন্ত্রাস ও জঙ্গীবাদ। আর আওয়ামী লীগ মানেই উন্নয়ন এবং জনজীবনে স্বস্তি। দেশের উন্নয়ণ ও অগ্রযাত্রা যেনো আর ব্যাহত না হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ও সজাগ থাকার আহ্বান জানান শেখ হাসিনা।
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে কাতারের দোহায় এমএইচএম স্কুলে নাগরিক সম্বর্ধনার আয়োজন করে প্রবাসী বাংলাদেশীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বক্তব্যের শুরুতে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন তিনি। দেশের অগ্রযাত্রায় রেমিটেন্স যোদ্ধাদের অবদান তুলে ধরে সবাইকে নিয়ম মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিএনপি ও জামায়াতের আগুন সন্ত্রাসের কথা স্মরণ করিয়ে দেন তিনি।
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে কাজ করে যাবার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারের উৎপাদনমুখী নীতিতে সবাইকে সামিল হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।