প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর বিষয়ে মতবিনিময় সভা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
- / ১৫৭৪ বার পড়া হয়েছে
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের কনস্যাল জেনারেল বি এম জামাল হোসেনের সাথে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই’র নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাত করেছেন।
এসময় হুন্ডির বিরুদ্ধে জনমত গড়ে তোলা, প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠানোর ব্যাপারে উদ্বুদ্ধ করা এবং মানুষের দুয়ারে-দুয়ারে পাসপোর্ট ডেলিভারিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়। সংগঠনের সভাপতি ও এসএটিভি’র আমিরাত প্রতিনিধি সিরাজুল হকের নেতৃত্বে প্রতিনিধিদলটি কনসাল জেনারেলের সাথে সাক্ষাত করেন। এ সময় প্রবাসীদের কল্যাণে নানা পদক্ষেপ ও সম্ভাবনার কথা উল্লেখ করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা মাহাবুব হাসান হৃদয়, শেখ ফয়সাল সিদ্দিকী ববি, সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল, সাধারণ সম্পাদক আবদুল আলিম সাইফুল, মহিউল করিম আশিক ও সামছুর রহমান সোহেল।