প্রবাসী বাংলাদেশি যারা দেশে বেড়াতে এসে আর ফিরতে পারছেন না তাদের ভিসার মেয়াদ বাড়ানো হচ্ছে

- আপডেট সময় : ০৭:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২০
- / ১৫৪৮ বার পড়া হয়েছে
প্রবাসী বাংলাদেশি যারা দেশে বেড়াতে এসে আর ফিরতে পারছেন না তাদের ভিসার মেয়াদ বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। করোনা সংক্রমণ প্রতিরোধে পদক্ষেপ সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবহিত করতে বিভিন্ন কূটনৈতিক মিশন প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান তিনি।
সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই বৈঠক শুরু হয়। বৈঠকে বাংলাদেশের নেতৃত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এছাড়াও সাথে রয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তরা। বৈঠকে ভারত, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, মধ্যপ্রাচ্যসহ প্রায় ২৭ টি কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক দাতা সংস্থার প্রধানরা অংশ নেন । এসময়, করোনা সংকট মোকাবেলায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে রাষ্ট্রদূত ও হাই কমিশনারদের অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী। করোনা সংক্রমন প্রতিরোধে বাংলাদেশের গৃহীত উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী আরো বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ এখনো নিরাপদ অবস্থায় রয়েছে। আতঙ্ক ছড়ানোর পরিবর্তে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানান এ কে আব্দুল মোমেন।