প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয়দানকারী প্রতারক আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২০
- / ১৬৩৮ বার পড়া হয়েছে
কুমিল্লায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব পরিচয় প্রদানকারী এক প্রতারককে আটক করেছে পুলিশ।
বুধবার বিকালে নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় ইটিল্যাব ফ্যাক্টরী থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। সংবাদ সম্মেলনে জানানো হয়, নেত্রকোনা জেলার ওয়াজেদ আলীর ছেলে প্রতারক শরীফ উদ্দিন। এইচএসসি ভোকেশনাল পর্যন্ত লেখাপড়া করে। ভিন্ন পরিচয়ে তার দুটি ফেসবুক আইডি রয়েছে। তার এসব আইডিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিজের ছবি ইডিটিং করে তা সামাজিক মাধ্যমে প্রচার করে আসছে। প্রতারক শরীফ উদ্দিন কুমিল্লায় এক চিকিৎসকের বাসায় প্রতারণা করতে আসে পরে তাকে পুলিশ তাকে গ্রেফতার করে।




















