প্রধানমন্ত্রীর মিথ্যাচারের জবাব দেয়া অরুচিশীল আচরণ : মির্জা ফখরুল

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩
- / ২০৮৫ বার পড়া হয়েছে
উন্নয়ন নিয়ে প্রধানমন্ত্রীর মিথ্যাচারের জবাব দিতে রুচিতে বাধে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যৌথ সভার সিদ্ধান্ত সাংবাদিকদের জানানোর সময় এ মন্তব্য করেন তিনি। সরকার দুর্নীতি করে দেশের অর্থনীতিসহ সবকিছু ধ্বংস করছে বলে জানান তিনি। ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ আগের মতো আবারো বাকশাল কায়েম করতে ব্যস্ত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর্দশে বর্তমান সময়ে এগিয়ে যাওয়া ছাড়া সংগ্রাম সফল হবে বলেও মন্তব্য করেন তিনি। নতুন করে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল বলেন, অধিকার আদায়ের আন্দোলনে জনগণ রাজপথে সোচ্চার হয়েছে।